হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ৬

আগের পর্বগুলির লিংক

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ০১: 

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ০২: 

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ০৩: 

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ০৪

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ৫

বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদ রচিত প্রবচন সংকলন। ফেব্রুয়ারি ১৯৯২ সালে (ফাল্গুন, ১৩৯৮ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে সর্বমোট ২০০টি প্রবচন যুক্ত হয়েছে। আজাদ সংকলনটি হুমায়ুন আজাদ গুস্তাভ ফ্লোবের প্রবচনগুচ্ছের অনুকরণে এ গ্রন্থটি সংকলন প্রণয়ন করেন। লেখক এটি উৎসর্গ করেছেন অধ্যাপক কবির মজুমদারকে।

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, পর্ব ৬

৬২. এদেশের মুসলমান এক সময় মুসলমান বাঙালি, তারপর বাঙালি মুসলামান, তারপর বাঙালি হয়েছিলো; এখন আবার তারা বাঙালি থেকে বাঙালি মুসলমান. বাঙালি মুসলমান থেকে মুসলমান বাঙালি, এবং মুসলমান বাঙালি থেকে মুসলমান হচ্ছে। পৌত্রের ঔরষে জন্ম নিচ্ছে পিতামহ।

৬৩. নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ'তে পারেন না, কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য: কিন্ত প্রশংসাকারীদের পেশার জন্যে মিথ্যাচারই যথেষ্ট।

৬৪. বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে; আট ঘন্টা একটানা শ্রম গাধাও করতে পারে, কিন্তু একটানা এক ঘন্টা স্বপ্ন দেখা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব। 

৬৫. একটি নির্বোধ তরুণীর সাথেও আধ ঘণ্টা কাটালে যে-জ্ঞান হয়, আরিস্ততলের সাথে দু-হাজার বছর কাটালেও তা হয় না।

৬৬. প্রতিটি সার্থক প্রেমের কবিতা বোঝায় যে কৰি প্রেমিকাকে পায় নি. প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কৰি প্রেমিকাকে বিয়ে করেছে।

৬৭. বিলেতের কবিগুরু বলেছিলেন যারা সঙ্গীত ভালোবাসে না, তারা খুন করতে পারে; কিন্তু আজকাল হাইফাই শোনার সাথে সাথে এক ছুরিকায় কয়েকটি-গীতিকার, সুরকার, গায়ক/ গায়িকাকে খুন করতে ইচ্ছে হয়।

৬৮. এখন পিতামাতারা গৌরব বোধ করেন যে তাঁদের পুত্টির গুণ্ডা। বাসায় একটি নিজস্ব গুণ্ডা থাকায় প্রতিবেশীরা তাঁদের সালাম দেয়, মুদিদোকানদার খুশি হয়ে বাকি দেয়, বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে বেরোতে পারে, এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে।

৬৯. তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার: বন্দুক ও কবর।

৭০. প্রতিটি বিজ্ঞাপনে পণ্যটির থেকে পণ্যাটি অনেক লোভনীয়; তাই ব্যর্থ হচ্ছে বিজ্ঞাপনগুলো। দর্শকেরা পণ্যের থেকে পণ্যাটিকেই কিনতে ও ব্যবহার করতে অধিক আগ্রহ বোধ করে৷

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন