রিসোর্টকাণ্ড খ্যাত মাওলানা মামুনুলকে নিয়ে ফেসবুকে হৈচৈ

পরস্ত্রীর সাথে রিসোর্টকাণ্ড খ্যাত মাওলানা মামুনুলকে নিয়ে ফেসবুকে হৈচৈ

রিসোর্টের ৫০১ নম্বর রুমে পরস্ত্রীর সাথে মানবিক সম্পর্ক স্থাপনের কারণে মামুনুলকে জেলে যেতে হয়েছিলো। আজ মুক্তি পাওয়ার পর ফেসবুকে যা শেয়ার করা হচ্ছে।  সেগুলোর কয়েকটা আমরা দেখবো।

এদের কে দয়া করে ভিক্ষা দিলে এরা ধরেই নেয় ভিক্ষার টাকাটা পাওয়া আমার অধিকার।

১. আবার খেলা হবে ৫০১ নাম্বার রুমে

২. Nazma Begum: রাজকীয় সংবর্ধনা , আলহামদুলিল্লাহ, কারাভোগে যেন সম্মান শত সহস্রগুন বাড়িয়ে দিয়েছে, সম্মান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, হুজুরের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি  ও শুভকামনা 

৩. Ripon Ahmed: অতঃপর, দেশবাসী নিশ্চিত ধরে নিতে পারে যে, এরা সবাই পরস্ত্রী আসক্ত।

৪ সুলেমান হুজুর: 

তাঁকে আটকে রাখবে এমন কারাগার এই পৃথিবীর কোথাও নেই।  তিনি আজ কারাগার থেকে বীরদর্পে বের হয়েছেন।  সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে সারাদেশে স্বস্তি ফিরে এসেছে।  মারহাবা 

৫. রুদ্র বিশ্বাস:

ছোট গল্প ৫০১

হযরত মামুনুল হক সাহেব একজন কৃষক, তাহার নিজের জমি থাকা সত্বেও অন্যের পতিত জমি তিনি চাষ করেন। তাতে সেচ ও সার দেন। যত্ন নেন। কিন্তু ফসল ফলান না। পলিথিন ব্যবহার করেন। আপনারা আবার মাঝখানে অন্য কিছু মনে কইরেন না। সীমিত পরিসরে গল্পটা শেষ করলাম।  

ভিডিও:


1 মন্তব্যসমূহ

  1. যতো শুনি ততো ভালো লাগে , ভাইরাল সেই কোরআন তেলাওয়াত
    https://youtu.be/wu1zj7oaAKA?si=cm-eNdmCE0aJtI1p

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন