এই ধ্বংসস্তুপের বাংলাদেশের কী নাম দেবে তুমি- ০৩

ছাত্রদের গুরু আসিফ নজরুল, সলিমুল্লাহ খান, মিজানুর রহমান আজহারী, জাকির নায়েক...

সুষুপ্ত পাঠক

১.

আপনি যেমন এখনকার হত্যা-লুটপাট আর আইএসের ছাত্র শাখার তান্ডব দেখতে পাচ্ছেন না টিনের চশমার কারণে তেমনি ছাত্র আন্দোলনের শুরুতে তখনকার মৃত্যুগুলোও সরকারী সমর্থক দলদাসরা দেখতে পায়নি টিনের চশমার কারণে। আপনারা এক গোয়ালেরই গরু!

ছাত্র নিপীড়নের প্রতিবাদে ছাত্রদের পক্ষে ছিলাম। এটা কোন দলের মতাদর্শের সমর্থন নয়। নইলে জামাত-শিবিরের কর্মী আবু সাঈদ জেনেও কেন তার উপর চালানো গুলির বিরুদ্ধে দাঁড়ালাম? আপনি কতবড় দলদাস এখনকান জেন জি যুগের মৃত্যুগুলোকে জাস্টিফাই করে যাচ্ছেন! অপপ্রচার বলে গোপন করছেন!

যে ছাত্রদের গুরু আসিফ নজরুল, সলিমুল্লাহ খান, শহিদুল আলম, মিজানুর রহমান আজহারী, জাকির নায়েক তাদের রেভ্যুলেশনে জয়নুল আবেদীন, বেগম রোকেয়া কি করে রেহাই পাবে?

আপনি দলদাস বলেই বলবেন এসব ওদের কাজ নয়, এগুলো ছাত্রলীগ করে আমাদের বদনাম করছে। আপনার মতই সরকারী সমর্থকরা এক সাপ্তাহ আগে এমনই আচরণ করে গেছে। আপনাকে দেখে আমি করুণা অনুভব করছি।

আপনি নিজেই মানুষ হিসেবে বিটিভি হয়ে গেছেন। তাই রাস্তার ঝাড়ু দেয়াই দেখতে পান, পিটিয়ে লাশ ঝুলিয়ে রাখা আপনার এ্যান্টেনায় ধরে না।

রাজনৈতিক প্রতিহিংসা আপনার মধ্যে এত প্রকট যে শেখ মুজিবের ভাস্কর্যের উপর আপনাদের মুক্তিযোদ্ধাদের অসন্মানকে প্রমোট করতে দ্বিধা হচ্ছে না। আপনি এতটাই দেউলিয়া যে একটা জাদুঘরকে পুড়িয়ে দিয়ে এখন সেই জাদুঘর সংস্কার করে দেয়ার তামাশা করতে পারেন।

ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা মানুষকে যুক্তিবোধহীন করে দেয়।  আপনাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিরোধী রেভ্যুলেশনের বিরুদ্ধে আছি।

২.

বেগম রোকেয়ার ছবিতে চুনকালি মেখে তাকে অশ্লিল গালি দিয়েছে বাংলাদেশের ছাত্রজনতা। কোলকাতার প্রগতিশীল লেখক প্রকাশকরা এর প্রতিবাদে আগামী বইমেলায় বাংলাদেশের কোন প্রকাশক লেখককে বই নিয়ে আসতে দিবেন না- এমন ঘোষণা করুন। শিল্প সাহিত্য সংস্কৃতি বিরোধী বাংলাদেশী এই রেভ্যুলেশনের বিরুদ্ধে কোলকাতার প্রগতিশীলরা প্রতিবাদ করুন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরী। এতে বাংলাদেশের মঙ্গল হবে। 

৩.

রোকেয়ার প্রতি 'নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের' ক্ষোভের কারণ আমরা জানি! কারা স্বাধীন হয়েছে আস্তে আস্তে সবাই বুঝতে পারছে। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন