রূপান্তর নাটকটি অতিউৎসাহী ও আগ্রহী বন্ধুদের জন্য
Shakh Al-Imran-এর ফেসবুক থেকে:
©️Enaytul Azim Laizu,
রূপান্তর নাটকটি আমি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখলাম। খুব ভালো একটি নাটক। কোন জাতি বা কোন ধর্মকে কোথাও হেও বা ছোট করা হয়েছে বলে মনে হয়নি। শুধু মানব দেহে বস্তুত দুটি হরমন দ্বারা ছেলে ও মেয়ে চরিত্র বহন করে। ছেলেদের টেস্টোস্টের হরমোন বেশী ও প্রোজেস্টেরন হরমোন কম থাকায় তারা পুরুষ চরিত্র বহন করে। তেমনি তার উল্টোটার ফলে নারী চরিত্র বহন করে। মানে প্রোজেস্টেরন হরমোন বেশী ও টেস্টোস্টের হরমোন কম থাকায় তারা নারী চরিত্র বহন করে। এটি একটি ছোট উদাহরন মাত্র। হরমোনাল ব্যাপার আরও গভীর ব্যাপার যা একজন ডাক্তারই সমস্ত বর্ননা করতে পারে। আপনি যদি সৃষ্টিকর্তা মেনে থাকেন, তাহলে তো এটা মানতে আরও সহজ বিষয় হওয়ার কথা। হরমোন পরিবর্তন হওয়া স্বাভাবিক ব্যাপার। নাটকের কোথাও সমকামীতা বিষয়ে কোনো কথা বা দৃশ্য নেই। গায়ে জ্বর হলে নাপা বা এইচ প্লাস (প্যারাসিটামল) দৌড়ে গিয়ে কিনে এনে খাইতে সমস্যা মনে হয়না। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের একটা রোগের কথা মানতে সমস্যা মনে হয়। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু না। বিজ্ঞান না মানতে চাইলে মাইনেন না, কিন্তু মানবিক হওয়া কঠিন না ভাই। মানুষ হওয়ার চেষ্টা করুন। আর মনে রাখবেন, প্রকৃতির রূপ ও তা পরিচালনা একমাত্র সৃষ্টিকর্তার হাতে। যুগের পর যুগ মাদ্রাসায় শিশু বলাৎকার হয়ে আসছে, কই কোনদিন শুনিনিতো "বয়কট মাদ্রাসা"। নাকি মাদ্রাসার পায়ুযোদ্ধাদের সমকামী মনে হয় না। হিপোক্রেসি ছেড়ে মানুষের কাতারে আসার চেষ্টা করুন।
Thik blcen akdom.sohomot
উত্তরমুছুন